Extracting State Logic into a Reducer
এই লেসনে আমরা সর্বপ্রথম useReducer হুকটা নিয়ে কথা বলছি, useReducer হুকটা হলো রিয়াক্টের অনেকগুলো হুকের মধ্যে একটি আমাদের কমপ্লেক্স স্টেট ম্যানেজমেন্টকে এফিসিয়েন্টভাবে হ্যন্ডেল করতে সাহায্য করে।
চলুন সবার প্রথমে useReducer হুকটা কি,কিভাবে কাজ করে এটা জেনে নেই, পরে জানবো কিভাবে এটা কোডে ব্যাবহার করতে পারি।
Introduction of useReducer Hook
useReducer হলো রিয়াক্ট এর একটি হুক যা জাভাস্ক্রিপ্ট এর Array.reducer() মেথড টা ইউজ করে বানানো হয়েছে । useReducer হুকটিও আমাদের রিয়াক্টের স্টেট ম্যনেজমেন্ট করতে হেল্প করে।
আমরা এতদিন স্টেট ম্যানেজমেন্ট করার জন্য যেই useState হুক ব্যাবহার করতাম সেটি মূলত এই useReducer হুকের উপর বেইসড করেই বানানো হয়েছে।
তাহলে প্রশ্ন হলো কখন আমরা কোনটা ব্যাবহার করবো? - সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো, তবে এখন শুধু এটা মাথায় রাখতে হবে যে রিয়াক্টের কমপ্লেক্স স্টেট ম্যানেজমেন্ট করার জন্য useReducer হুকটি ব্যাবহার করা হয়।
Syntax of useReducer Hook
const [updatedStateFullValue, dispatch] = useReducer(reducerFunc, initialState);Anatomy of useReducer Hook

useReducer হুকটি দুইটা আর্গুমেন্ট নেয়,
- Reducer Function: এই ফাংশনটির মাধ্যমে আমাদের স্টেট চেঞ্জ এর সমস্ত বিজনেস লজিকগুলো ম্যানেজ করা হয়ে থাকে। এটা প্যারামিটার হিসেবে দুইটা জিনিস নেয়,
- state: এটা আমাদের স্টেট এর যেই ভ্যালু তা রিটার্ন করে, যাতে আমরা
reducer functionএর ভিতরে আমাদের স্টেট গুলো ম্যানেজ করতে পারি। - action: এটার ভিতরে মূলত থাকে আমাদের একশন, আমরা কোন একশনের ভিত্তিতে স্টেট এ কি করতে চাচ্ছি, সেই একশনটা এই
actionপ্যারামিটারের ভিতর পাই, এখানে আমরা চাইলে অবজেক্ট আকারে মাল্টিপল জিনিস এক্সেস করতে পারি।
- state: এটা আমাদের স্টেট এর যেই ভ্যালু তা রিটার্ন করে, যাতে আমরা
- Initial State: এইটা হলো আমাদের স্টেট এর যেই ইনিশিয়াল ভ্যালু।
এবং একটা টুপল রিটার্ন করে,সেই টুপলে দুইটা জিনিস থাকে,
- Updated stateful value: আমাদের রিডিউসার ফাংশন স্টেটকে আপডেট বা মডিফাই করে যেই
Updated stateful valueরিটার্ন করে, সেটা এটার ভিতর থাকে যা আমরা UI তে রেন্ডার করাতে পারি। - Dispatch Method: যেসব একশন অনুযায়ী
reducer functionস্টেট ম্যানেজ করবে সেই সব একশনreducer functionএর কাছে পাঠানোর জন্য এরDispatch Methodব্যাবহার হয়।
How to use useReducer Hook?
আমরা তিনটা স্টেপ ফলো করে useReducer ব্যাবহার করতে পারি। চলুন উদাহরনের মাধ্যমে আমরা একটা Counter বানাই আর বুঝি কিভাবে useReducer ব্যবাহার করতে পারি।
উদাহরনে আমারা নিচের এই JSX টা ব্যবাহার করবো।
export default function App(){
return (
<div>
<h1> Count : 0</h1>
<button>Increment</button>
<button>Decrement</button>
</div>
)
}এখানে App.jsx এ একটা কাউন্টার বানানো হয়েছে যেটাতে দুইটা বাটন আছে যার একটায় চাপ দিলে কাউন্টারের ভ্যালু increment হবে এবং অন্যটায় চাপ দিলে decrement হবে। চলুন তাহলে এই ফাংশনালিটি আমরা useReducer ব্যাবহার করে বানাই।
create a reducer function and to manage state changing logic
প্রথমে একটা reducer function বানাতে হবে এবং যেখানে আমরা আমাদের সমস্ত লজিক লিখবো যে বাটনের কোন একশনে আমরা স্টেট কিভাবে পরিবর্তন করবো।
চলুন সেটা বানাই,
const counterReducer = (state, action) => {
switch (action.type) {
case "INCREMENT": {
return state + 1;
}
case "DECREMENT": {
return state - 1;
}
default: {
return state;
}
}
};এখানে আমরা counterReducer নামে একটা reducer function নিয়েছি এবং তাতে আমরা action.type (action.type কি হবে তা আমরা পরে বাটন থেকে dispatch করবো) এর উপর ভিত্তি করে switch-case দিয়ে স্টেটকে পরিবর্তন করছি। এখানে আমরা চাইলে if-elseও ব্যাবহার করতে পারতাম।
Add useReducer to Component
তারপর যেখানে আমরা স্টেট ম্যানেজ করতে চাই,(এক্ষেত্রে আমারা App কম্পোনেন্টে ব্যবাহার করছি) সেখানে useReducer হুকটাকে ইম্পোর্ট করে ডিফাইন করা লাগবে। এবং Count এর ভ্যালু ডাইনামিকভাবে useReducer হুক থেকে নিয়ে ব্যাবহার করতে হবে।
import { useReducer } from "react";
const initialState = 0;
export default function App() {
const [count, dispatch] = useReducer(counterReducer, initialState);
return (
<div>
<h1> Count : {count}</h1>
<button>Increment</button>
<button>Decrement</button>
</div>
);
}তারপর useReducer এর আর্গুমেন্ট হিসেবে reducer function এবং initialState দিতে হবে। reducer function যেই আপডেটেড স্টেটটা রিটার্ন করে সেটা আমরা যেকোন নামে ধরতে পারি, কিন্তু যেহেতু আমরা কাউন্টারের স্টেট মেনেজ করছি তাই আমরা এটাকে count নামে ধরেছি
call dispatch method on Event handlers and connect the event handlers
এখন আমদের শুধু একশন গুলো dispatch করা বাকি। আমরা বাটনের onClick এ যেসব ইভেন্ট হ্যান্ডেলার এড করবো সেখানে dispatch মেথড কল করবো এবং আমরা যে একশন dispatch করতে চাই সেটা একটা অবজেক্ট আকারে পাঠিয়ে দিব reducer function এর কাছে। তবে আমরা চাইলে এটা ইভেন্ট হ্যন্ডেলারের মদ্ধ্যে কল না করে সরারসরি বাটনের onClick এ কল করে দিতে পারতাম।
import { useReducer } from "react";
const initialState = 0;
export default function App() {
const [count, dispatch] = useReducer(counterReducer, initialState);
//increment handler
function handleIncrementClick() {
return dispatch({
type: "INCREMENT",
});
}
//decrement handler
function handleDecrementClick() {
return dispatch({
type: "DECREMENT",
});
}
return (
<div>
<h1> Count : {count}</h1>
<button onClick={handleIncrementClick}>Increment</button>
<button onClick={handleDecrementClick}>Decrement</button>
</div>
);
}ব্যাস, এই তিনটা স্টেপ ঠিকঠাক ভাবে করলেই দেখবেন আমাদের হুক কাজ করছে।
Comparing useState and useReducer
রিয়াক্ট নিজেই তার ডকুমেন্টেশনে বলেছে যে, useReducer হুকেরও কিছু ডাউনসাইড রয়েছে, এটা এমন নয় যে আমরা সবসময় শুধু useReducerই ব্যাবহার করবো, আমরা প্রয়োজন অনুযায়ী useState এবং useReducer দুইটাই ব্যবাহার করবো। তবে একটা আরেকটার সাথে তুলনা করলে কিছু পার্থক্য বুঝা যায়,সেগুলো হলোঃ
-
কোডের সাইজঃ
useStateব্যবহার করলেuseReducerএর চাইতে তুলনামূলক কম কোড লেখা লাগে, কিন্তু যখন এপ্লিকেশন অনেক বড় হবে এবং অনেক অনেক স্টেট ম্যনেজ করা লাগবে তখন কিন্তু আবারuseStateসেই একই ধরেনের স্টেট এর কাজগুলোকে আলাদা করে কোডকে ম্যানেজেবল করতে সাহায্য করে থাকে। -
কোড রিডেবিলিটিঃ
useStateব্যবহার করলে যখন প্রজেক্ট ছোট থাকে তখন কোডের রিডেবিলিটি ভালো থাকে কিন্তু যখনি প্রজেক্ট বড় হতে থাকে সেই সাথে কোডের রিডেবিলিটিও নষ্ট হতে থাকে, এক্ষেত্রেreducerকোডের বিজনেস লজিকগুলোকে আলাদা করে ফেলে বলে কোডের রিডেবিলিটি ঠিক থাকে। -
ডীবাগীংঃ
useStateব্যাবহার করলে কোড ডীবাগ করাটা কঠিন হয়ে যায়, কেননা কোথায় কোথায়setter functionকল হয়েছে তা খুঁজে বের করে ডীবাগ করাটা বেশ কঠিন, কিন্তুuseReducerএর ক্ষেত্রে সমস্ত বিজনেস লজিকগুলো একটা জায়গায় ম্যানেজ হয় বলে এক্ষেত্রে ডীবাগ করা সহজ হয়ে যায়। -
টেস্টিংঃ
reducerফাংশনগুলোকে পিওর ফাংশন হতে হয়, তাই পিওর ফাংশন হউয়ার কারনে চাইলেই যেকোন সময় ফাংশন গুলোকে নিয়ে আলাদা এনভাইরনমেন্টেও সহজে টেস্টিং করা যায়। -
ব্যাক্তিগত পছন্দঃ অনেকেই
useReducerখুব পছন্দ করে,আবার কেউ কেউuseReducerব্যাভার-ই করেনা। এটা একটা ব্যাক্তিগত পছন্দের ব্যাপার, তবে আমাদের শুধুuseStateবা শুধুuseReducerই ব্যাবহার না করে আমরা দুইটাকে মিলিয়ে ব্যবাহার করবো, আমাদের যখন যে জায়গায় যেটার প্রয়োজন মনে হবে,আমরা সেটাই ব্যাবহার করবো
When should use useReducer?
আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাই ব্যাবহার করবো, যখন আমাদের স্টেট লজিকগুলো কমপ্লেক্স হবে তখন আমরা useReducer ব্যাবহার করবো, আবার যখন আমাদের সিম্পল লোকাল স্টেট ম্যানেজ করা লাগবে তখন আমরা useState ব্যাবহার করতে পারি।
চলুন একটু দেখে নেই কখন কোনটা ব্যাবহার করা উচিত।
| যখন | useState | useReducer |
|---|---|---|
| State চেঞ্জ এর সংখ্যা | সর্বোচ্চ তিনটা হবে | অনেক হবে |
| একাধিক state change যদি related হয় | না | হ্যাঁ |
| state এর ডাটা টাইপ যদি | String,Number,Boolean হয় | Object,Array হয় |
| যদি কমপ্লেক্স লজিক থাকে | না | হ্যাঁ |
| যদি state এর scope | Local হয় | Global হয় |